ইলিয়াস হোসেন পাভেলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস’র ইন্তেকাল
আরডিজেএ ডেস্ক

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) সদস্য ও যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক ইলিয়াস হোসেন পাভেলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৭) আজ (২৮ জানুয়ারী, বৃহস্পতিবার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের সহ সম্পাদক (সহকারী পরিচালক) হিসেবে কর্মরত ছিলেন জান্নাতুল ফেরদৌস। তিনি স্বামী, এক মেয়ে, শ্বশুর-শ্বাশুড়িসহ অসংখ্য আত্মীয়-স্ব^জন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক বিবৃতিতে ইলিয়াস হোসেন পাভেলের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুরের হাজীগঞ্জে জানাযা শেষে জান্নাতুল ফেরদৌসের বাবার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
বার্তা প্রেরক
আকতারুজ্জামান
প্রচার ও প্রকাশনা সম্পাদক
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা