ঢাকা     শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রফিকুল হক দাদুভাই এর মৃত্যুতে আরডিজেএ’র শোক

প্রখ্যাত শিশুসাহিত্যিক, শিশুসংগঠক, নাট্যকার, যুগান্তরের ফিচার এডিটর প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা ১১টার দিকে মুগদার বাসায় তার মৃত্যু হয়। ৮৪ বছর বয়সী রফিকুল হক বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গতবছর দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাদুভাই।
১৯৩৭ সালের ৮ জানুয়ারি জন্ম নেওয়া রফিকুল হক দাদুভাইয়ের গ্রামের বাড়ি রংপুরের কামালকাচনায়। তার দুই ছেলে এক মেয়ে।
আরডিজেএ’র সম্মানিত এ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটি। কমিটির পক্ষে সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক বিবৃতিতে বলেন, সংগঠনের অন্যতম অভিভাবক ও প্রেরণার উৎস ছিলেন রফিকুল হক দাদুভাই। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি হল। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আরডিজেএ নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ এশা বাসাবো মহাসড়ক জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় রফিকুল হক দাদুভাই এর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আরডিজেএ নেতৃবৃন্দ।
 

সর্বশেষ